Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নৌকায় ভোট চেয়ে নগরকান্দা ও সালথায় জুয়েল চৌধুর‌ীর গণসং‌যোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নৌকায় ভোট চেয়ে নগরকান্দা ও সালথায় জুয়েল চৌধুর‌ীর গণসং‌যোগ

September 25, 2023 11:31:05 PM   উপজেলা প্রতিনিধি
নৌকায় ভোট চেয়ে নগরকান্দা ও সালথায় জুয়েল চৌধুর‌ীর গণসং‌যোগ

সালথা (ফরিদপুর) প্রতি‌নি‌ধি:
আগাামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সাম‌নে রে‌খে ফরিদপুর-২ আসনের (সালথা নগরকান্দা) বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসং‌যোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস‌্য মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউ‌নিয়ন ও সালথা উপজেলার বল্লভদী ও সোনাপুর ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফ‌লেট বিতরণ ক‌রেন তি‌নি। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগ কালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস‌্য মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল ব‌লেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত খুব তারাতা‌রি অনু‌ষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা মানবতার কান্ডারী বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে সারাদেশব্যপি যে উন্নয়ন হয়েছে তা দৃশ‌্যমান। সেই উন্নয়ন সাধারণ মানু‌ষের কাছে পৌঁছে দেয়ার জন্যই এই লিফলেট বিতরণ করছি।

তি‌নি আরও ব‌লেন, এই উন্নয়নের প্রতিফলন আপনারা ভো‌টের মাধ‌্যমে দেখা‌বেন। আগামী নির্বাচনে সবাই একসাথে কাজ করে নৌকার জয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। তাই সময় এখন সবাই একসা‌থে কাজ করার। শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে সবাই আমরা ঐক‌্যবদ্ধ, আর ঐক‌্যবদ্ধ হ‌য়েই নৌকায় ভোট দিব।