
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে লিফলেট বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুর্ট্রি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ননী গোপাল বিশ্বাসের সভাপতিত্বেও তপন কুমার মন্ডলের সঞ্চালনায় এক মতবিনিময় (নির্বাচনী প্রচারনা) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত শত শত নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন ফরিদপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। এছাড়াও উপজেলার বানেশ্বরদীতেও অনুরূপ মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া লিফলেট বিতরণ করেন তিনি, উপস্থিত সকলের নিকট প্রধান মন্ত্রীর জন্যও দোয়া প্রার্থনা করেন। এসময় শত শত নেতাকর্মী সাইফুজ্জামান চৌধুরী জুয়েল এর গাড়ীবহরের সাথে ছিলেন।
প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, শেখ হাসিনা যদি আসন্ন সংসদ নির্বাচনে জয়ী অথ্যাৎ আওয়ামীলীগ যদি ক্ষমতায় আসে তাহলে দেশ আরো উন্নয়নের জোয়ারে ভাসবে।
তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর-২ নগরকান্দা-সালথা আসনে নৌকা প্রতীকের একজন সম্ভাব্য প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জাম আইয়ুব , আওয়ামীলীগ নেতা শের আলী, হারান মন্ডল, জগদীশ মন্ডল, রত্তন শেখ প্রমুখ।