Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নিজের পোষা সাপের ছোবলে যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিজের পোষা সাপের ছোবলে যুবকের মৃত্যু

April 23, 2025 07:42:12 PM   উপজেলা প্রতিনিধি
নিজের পোষা সাপের ছোবলে যুবকের মৃত্যু

বাংলায় একটি প্রবাদ আছে—“দুধ-কলা দিয়ে কালসাপ পোষা।” দিনাজপুরের খানসামায় সেই প্রবাদ যেন বাস্তবে রূপ নিল। নিজের পোষা গোখরা (গোমা) সাপের কামড়ে প্রাণ গেল শাকিল ইসলাম (৩১) নামে এক যুবকের। মৃত ওই যুবক খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বার পাড়ার বাসিন্দা এবং ফরমাজ আলীর বড় ছেলে। শাকিল পেশায় একজন গুনিক (মাহান) ছিলেন এবং বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন।

গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালন-পালন করছিলেন। সেই সাপই ঘটনার দিন দুপুরে হঠাৎ করে তার শরীরে ছোবল মারে। প্রথমে শাকিল বিষয়টি গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে একজন অভিজ্ঞ গুনিকের কাছে নিয়ে যান। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

শাকিলের মৃত্যু নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসক মৃত ঘোষণা করার পরও পরিবারের সদস্যরা বিশ্বাস করতে পারছিলেন না যে শাকিল মারা গেছেন। তারা আশা করছিলেন, হয়তো কোনোভাবে প্রাণ ফিরে আসবে। সেই বিশ্বাস থেকে রাতভর ওঝা ও গুনিক দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। ঘটনাটি দেখতে ভিড় জমে যায় স্থানীয় এলাকাবাসীর। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিশ্বাস সত্যি হয়নি। বুধবার (২৩ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাকিলের দাফন সম্পন্ন হয়।