Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরে ধর্মের নামে গুজব ও সন্ত্রাসের বিরুদ্ধে হেযবুত তওহীদের আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

নাটোরে ধর্মের নামে গুজব ও সন্ত্রাসের বিরুদ্ধে হেযবুত তওহীদের আলোচনা সভা

October 17, 2024 07:20:22 PM   জেলা প্রতিনিধি
নাটোরে ধর্মের নামে গুজব ও সন্ত্রাসের বিরুদ্ধে হেযবুত তওহীদের আলোচনা সভা

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ধর্মের নামে গুজব, হুজুগ, দাঙ্গা ও সন্ত্রাসের বিরুদ্ধে হেযবুত তওহীদের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মৌখাড়া বাজার এলাকায় এই সভা হয়।

বড়াইগ্রাম উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মসীহ উর রহমান।

নাটোর জেলা হেযবুত তওহীদের রাজনৈতিক বিষয়ক সম্পাদক বাদশা প্রামানিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা হেযবুত তওহীদ সভাপতি নাহিদুল ইসলাম, আঞ্চলিক আমির সাকিব আহমেদ, ও রাজশাহী বিভাগীয় আমির আশিক মাহমুদ।

বক্তারা বলেন, "আজ পৃথিবীর সর্বত্রই অন্যায় ও অশান্তি বিরাজ করছে। প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া সিস্টেমকে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টির পর এমনি এমনি ছেড়ে দেননি, বরং তিনি মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি পরিচালনার জন্য একটি সিস্টেম দিয়েছেন, যার নাম দীন। সেই দীন বাস্তবায়নের মাধ্যমেই কেবল প্রকৃত শান্তি সম্ভব।"