
রাজধানীতে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরে বাংলা নগর ও তেজগাঁও থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ আগস্ট কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার ভাই শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া, ৫ আগস্ট শেরেবাংলা নগরে শাহাবুদ্দিন নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।