Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোণায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোণায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

April 12, 2025 07:56:14 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোণায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

হৃদয় রায় সজীব:
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় নারী প্রগতি সংঘের সহযোগিতায় উত্তর সাতপাই ও রেলক্রসিং কমিউনিটি ফোরামের উদ্যোগে রেলক্রসিং সমবায় বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর সাতপাই ও রেলক্রসিং কমিউনিটি ফোরামের সভাপতি বিরেন্দ্র দেব এবং সঞ্চালনা করেন কুনিয়া কমিউনিটি ফোরামের সভাপতি মো. কামাল হোসেন।

বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ, কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার, সদস্য সৈয়দ ওয়াসিউল্লাহ রাসেল, ইলা রাণী বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল। তারা অবিলম্বে এই বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।