Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

March 20, 2025 08:35:05 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কলেজের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী নিশাত হাসান ইমন বলেন, আমাদের মেডিকেল কলেজকে মানহীন বলা হলেও, মানদণ্ডের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। শিক্ষার্থী, শিক্ষক ও ক্লিনিক্যাল এক্সপোজারের দিক থেকে আমাদের কলেজ কোনোভাবেই মানহীন নয়।

শিক্ষার্থী মৌমিতা চাকমা বলেন, কলেজের অবকাঠামো ও হাসপাতালের উন্নয়ন ইতোমধ্যে হয়েছে। শুধুমাত্র শিক্ষকের অভাব দেখিয়ে কলেজ বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। শিক্ষকের অভাব থাকলে তা সমাধানের দায়িত্ব সরকারের।

ইন্টার্ন চিকিৎসক ডা. মারুফুল হক সাম্মি বলেন, মেডিকেল কলেজ বন্ধ হলে অবকাঠামোগত সংকট দেখা দেবে, শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজ সংযুক্তির অভিজ্ঞতা এর বাস্তব উদাহরণ।

শিক্ষার্থী মো. জামিল ইমতিয়াজ বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হবেন।

তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে যদি নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র বন্ধ না করা হয়, তাহলে শিক্ষার্থীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে লং মার্চ করবে।