Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

February 27, 2025 11:53:34 AM   অনলাইন ডেস্ক
নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে ৬০০টি ইয়াবাসহ দুই সহোদর আটক হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩)।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল তাঁদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাঁদের বসতঘর তল্লাশি করে ৬০০টি ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ২টি বাটন ফোন, ১২টি সিমকার্ড ও ৩টি মেমোরি কার্ড জব্দ করা হয়। এরপর তাঁদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নেওয়া হয়।

অভিযানে মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে মদন থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আল আমিন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ আদালতে পাঠানো হবে।