
একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নেত্রকোনায় রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কুমড়ী এলাকায় জেলা সরকারি শিশু পরিবারের হলরুমে কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার এবং জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। রজতজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, শিশুদের মাঝে মিষ্টি বিতরণ এবং বাংলা নববর্ষ ও রজতজয়ন্তীকে ঘিরে জাতীয় খেলা কাবাডির প্রদর্শনী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জেলা সরকারি শিশু পরিবারের পরিচালক তারেক হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুনুর রশিদসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।