Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় ওপেন হাউজ ডে পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় ওপেন হাউজ ডে পালিত

March 13, 2025 10:55:04 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় ওপেন হাউজ ডে পালিত

নেত্রকোণা মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ৯নং চল্লিশা ইউনিয়নের মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ্ নেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।

সভায় চল্লিশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদক, জুয়া, ইভটিজিং, জমি-জমা বিরোধসহ সমাজবিরোধী নানা সমস্যা তুলে ধরেন। তারা এসব অপরাধ দমনে পুলিশের পাশে থেকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। মাদক, জুয়া, চুরি, কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রাম পুলিশদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, তারা গ্রামের সব বিষয় সম্পর্কে জানে, তাই তাদের দেওয়া তথ্য পুলিশের কাজ সহজ করে।

তিনি আরও বলেন, সমাজে শান্তি বজায় রাখতে জনগণের সহায়তা প্রয়োজন। নেত্রকোণা জেলায় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে। পুলিশ ছাড়া সমাজ ভালো থাকতে পারে না। কাজ করতে গিয়ে কোনো ভুল হলে সংশোধনের সুযোগ আছে, আর পুলিশের দরজা সবসময় জনগণের জন্য খোলা।

সভায় সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, চল্লিশা ইউনিয়নের বিট অফিসার এসআই মো. ফজলুল করিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।