
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জাহেদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।
রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টা থেকে নেত্রকোনা সরকারি কলেজ সংলগ্ন আবু আব্বাছ ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক ছাত্রদল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ ছিল আমাদের সাহস ও প্রেরণার নাম। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ছাত্রদলের কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। এ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিচারের দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।