Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় নিখোঁজ স্বামীকে ফিরে পেতে অসহায় স্ত্রীর সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় নিখোঁজ স্বামীকে ফিরে পেতে অসহায় স্ত্রীর সংবাদ সম্মেলন

April 20, 2025 07:30:25 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় নিখোঁজ স্বামীকে ফিরে পেতে অসহায় স্ত্রীর সংবাদ সম্মেলন

নেত্রকোনা সদর প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা নুরুল আমীন ওরফে নুরু প্রায় এক মাস ধরে নিখোঁজ। পরিবারের দাবি, থানায় সাধারণ ডায়েরি ও মামলা করার পরও পুলিশের গড়িমসি ও নিষ্ক্রিয়তার কারণে আজও তার কোনো খোঁজ মেলেনি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে কেন্দুয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী ডেইজি আক্তার।

তিনি জানান, গত ১৭ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে সেচ কাজ শেষে বাড়ি ফেরেন তার স্বামী নুরুল আমীন। পরে রাত ১১টা ৫৫ মিনিটে একই গ্রামের রফিকুল ইসলাম তাকে ডেকে বাড়ি থেকে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়, রফিকুলের বাড়িতে পূর্ব থেকে অবস্থান করছিলেন তার সহযোগী নিলু, ইদ্রিছ, আব্দুল জব্বার বাচ্চু, হাফিজুর রহমান, আইনউদ্দিন ও সাইদুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন নুরুল আমীন।

পরিবারের ধারণা, পূর্বের পারিবারিক বিরোধ থেকেই এই অপহরণের ঘটনা ঘটেছে। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হলেও অভিযোগের প্রকৃত বিবরণ উপেক্ষা করা হয় বলে জানান ডেইজি আক্তার।

পরে মামলা রেকর্ড হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং জামিনে মুক্ত হচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে ডেইজি বলেন, “আমি জানি না আমার স্বামী বেঁচে আছেন কি না। সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। আমি এই দায়িত্বহীনতার বিচার চাই।”

এদিকে এলাকাবাসী ও স্বজনরাও ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।