
নেত্রকোনা সদর প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলার দূওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন ভাতিজার হাতে চাচা কাওছার ইমরান বাবুল (৫৫) নিহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে নিহত বাবুলের সঙ্গে তার ভাতিজা বাপ্পীর (২২) বিরোধ চলছিল। ঘটনার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ভাতিজা বাপ্পী চাচা বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত বাবুলের ছোট ভাই ও বাপ্পীর বাবা কামরুজ্জামান কামালও একজন আওয়ামী লীগ নেতা ছিলেন এবং প্রায় আড়াই মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি দূওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আটপাড়া থানার ওসি আসরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।