Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

March 01, 2025 06:36:16 PM   জেলা প্রতিনিধি
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা সংবাদদাতা:
নির্ধারিত সময় অনুযায়ী হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন না হওয়া এবং বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে হাওর বাঁচাও আন্দোলন, নেত্রকোনা জেলা শাখা।

গতকাল শনিবার সকালে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে, প্রভাষক সুমন আহমেদের সঞ্চালনায় ও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল অহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় প্রধান শামীম তালুকদার, হাওর কবি শামছুদ্দোহা ফরিদ ও সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা হাওরে ফসল বাঁধে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বলেন, “হাওরের কৃষকদের কষ্টে অর্জিত ফসল অকাল বন্যার শিকার হচ্ছে, কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তির স্বার্থসাধনের কারণে।” তারা আরও জানান, “সরকার কোটি কোটি টাকা ব্যয় করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ করেছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তিরা তাদের পকেট ভারী করার লক্ষ্যে সঠিকভাবে কাজ না করেই বিল উত্তোলন করে কৃষকের ফসলকে হুমকির মুখে ফেলে দেয়।” এ বছরও নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন হয়নি।

বক্তারা সতর্কতা জানিয়ে বলেন, যদি বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ দ্বারা সুষ্ঠুভাবে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে হাওর রক্ষা আন্দোলন রাজপথে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।