
নেত্রকোনার চাটিগাঁও বিলের ফসল রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা উপজেলার হোঁগলা ইউনিয়নের শুনই, উড়াদীঘি, বদ্ধধলা ও কেশোড়িকান্দা গ্রামের কৃষক ও এলাকাবাসী বোরো ফসল রক্ষার জন্য স্থানীয় ব্যানারে শুনই মুজিবনগর বাজারে এ মানববন্ধন করেন। ফসল নষ্টের হাত থেকে রক্ষার জন্য শতাধিক কৃষক ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শ্রমিক নেতা মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, চাটিগাঁও বিলের মাঝখানে প্রায় ২৭ একর সরকারি জলমহাল রয়েছে, যা বর্তমানে ইজারা ছাড়া অবস্থায় রয়েছে। কিছু ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে ফিশিং করতে গিয়ে বিলের পানি অন্যত্র সরিয়ে দিচ্ছেন। এতে পানির অভাবে কয়েকশ একর বোরো ফসল নষ্ট হওয়ার পথে।
এ অবস্থায় কৃষকরা তাদের স্বপ্নের ফসল বাঁচাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।