Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

March 26, 2025 08:18:22 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোনা সংবাদদাতা:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনার ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির ৫নং ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ ২০২৫) দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল স্নাতক মাদরাসার মাঠে এ আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বেপারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ শফি। এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং ইফতারের পূর্বে শহীদ আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও সৌহার্দ্য বজায় রেখে তারা প্রতি বছরই এ ধরনের আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।