Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় মহানবীকে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় মহানবীকে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

February 28, 2025 07:03:02 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোনায় মহানবীকে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

নেত্রকোনায় সুপ্ত সাহা অনিক ও অংকুর রায় কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নেত্রকোনার বড়বাজার শাহী জামে মসজিদ চত্বর থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মোতালিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা বীন ইয়ামিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহিম রুহী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের জেলা আমীর মাওলানা খাইরুল বাশার, নায়েবে আমীর মাওলানা মোস্তফা আহমাদ জিহাদী, জমিয়ত নেতা মাওলানা আবুল কাসেম, সাংবাদিক নাজমুশ শাহাদাত নাজু, মুহাম্মাদ আবুল বাশার হাদী, মুফতি মুসা, মাওলানা হযরত আলী, হাফেজ কারী আরিফ বিল্লাহ প্রমুখ।

এ সময় বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন।