Date: May 21, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নিদারাবাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

নিদারাবাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

May 21, 2025 01:28:56 PM   অনলাইন ডেস্ক
নিদারাবাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুন নূরের অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত প্রধান শিক্ষক মো. আবু হানিফ মাস্টারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠান ২০ মে ২০২৫ মঙ্গলবার বিকেল ৪টায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. শামসুজ্জোহা চৌধুরী।

বক্তব্য প্রদান করেন স্কুলের সাবেক পরিচালনা পরিষদের সভাপতি নুরুল ইসলাম মাস্টার, সাবেক সভাপতি মো. আব্দুল আহাদ মাস্টার, স্থানীয় ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মোর্শেদ কামাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মো. জহিরুল ইসলাম সুজনসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের সাবেক শিক্ষার্থী মো. মাসুদ মিয়া, আতিকুর রহমান এবং হুসাইন মোহাম্মদ (রুবেল)।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আবেগঘন এবং সম্মানসূচক পরিবেশে অনুষ্ঠিত এক স্মরণীয় বিদায় সংবর্ধনা।