Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নদী ভাঙন রোধে ঐতিহ্যবাহী কুস্তা মহা শ্মশানটি অতিদ্রুত সংস্কারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নদী ভাঙন রোধে ঐতিহ্যবাহী কুস্তা মহা শ্মশানটি অতিদ্রুত সংস্কারের দাবি

September 10, 2022 01:10:20 AM   স্টাফ রিপোর্টার
নদী ভাঙন রোধে ঐতিহ্যবাহী কুস্তা মহা শ্মশানটি অতিদ্রুত সংস্কারের দাবি

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্তা গ্রামে ইছামতি শাখা নদীর তীরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানটি পরিচিত  সার্বজনীন মহাশ্মশান নামে। দুইশত বছরের পুরোনো এই শ্মশানে ৭টি গ্রামের সনাতন ধর্মালম্বীদের চিতা জ্বালানো হয় এবং সমাধি করা হয়। বর্তমানে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও নদীতে তীব্র স্রোত থাকায় শ্মশানটি নদীভাঙনের কবলে পড়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এই মহাশ্মশানে ৭টি গ্রামের মানুষের সৎকার কাজ করা হয় এবং চিতা জ্বালানো হয়। নদী ভাঙনে নিজেদের চরম দুর্ভোগে পড়ার কথা বলে অতি দ্রুত ভাঙন রোধ করার পাশাপাশি সংস্কারের দাবি জানায় ৭টি গ্রামের স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা।

এ বিষয়ে কুস্তা মহাশ্মশান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার আইচ বলেন - প্রায় দুইশত বছর আগে এই শ্মশানটি স্থাপিত হয়েছে । বতর্মানে নদীর পানি বৃদ্ধির কারনে মহা শ্মশানটি হুমকির মুখে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি দুর্জয়ের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি দ্রত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে তিনটি মন্দিরসহ মহা শ্মশানটি।

এ বিষয়ে ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল বলেন  বিষয়টি নিয়ে আমি অবগত আছি। উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।