Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন বাপ্পী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন বাপ্পী

April 03, 2024 08:10:44 PM   বিনোদন ডেস্ক
নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন বাপ্পী

আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।


জানা গেছে, মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করবেন বাপ্পী। প্যানেলটির সহ-সাধারণ সম্পাদক প্রার্থী বাপ্পী চৌধুরী আজ মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেন।

বাপ্পী চৌধুরী জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে।

এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পী।    

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু।