
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজারে নাপিতের চুল কেটে দেওয়া সংক্রান্ত ইউপি চেয়ারম্যাকে নিয়ে নামে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। দুই-একটি অনলাইন নিউজ পোর্টালসহ স্যোশাল মিডিয়ায় সংবাদটি ছড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদটি কাল্পনিক ও বিভ্রান্তিকর দাবি করে ওই সংবাদের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান জাহেদুল ইসলাম চৌধুরী, বাজার কমিটির সভাপতি শাহাদাত হোসাইন ওই নর সুন্দর তপন শীল।
তারা বলেন, খবরটি অনেকটা রং ছিটানো ও ডাহা মিথ্যা এবং বানোয়াট। আমরা ওই সংবাদটি প্রত্যাখ্যানসহ এ ধরনের কাল্পনিক সংবাদ দেখে বিস্মিত হয়েছি। প্রকৃতপক্ষে একজন স্বনামধন্য ও ন্যায়পরায়ণ জনপ্রতিনিধিকে তার কর্মে ও দায়িত্বপালনে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রীমহল এমন অপমানজনক সংবাদটি প্রচারে সাংবাদিকদের সহায়তা করেছে। টইটংয়ের হাজী বাজারে নিউ স্টার হেয়ার কাটিন সেলুনের মালিক নর সুন্দর তপন শীল নামক ব্যক্তিকে নিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
তারা আরও বলেন, তপন শীলের দোকানে গিয়ে নাপিতের চুল কেটে দিয়েছি। এটি বাস্তব বিবর্জিত বিষয়। হাজী বাজারসহ সমগ্র টইটং ইউনিয়নে ৩৫ টির মতো সেলুন রয়েছে। এ সব সেলুনে যারা কাজ করেন তাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে চুল কাটতে গিয়ে কিছু সাংঘর্ষিক সভ্যতা বিবর্জিত স্টাইল অথবা ডিজাইন চালু রয়েছে। এ সব স্টাইলগুলি অনেকটা বেমানান। আমাদের কচিকাচা ছেলেরা চুল কাটতে গিয়ে মুরব্বীদের পছন্দ নয় এমন ডিজাইনে তারা চুল কাটে। এমনকি এ বিষয়টি শিক্ষাঙ্গনে গিয়েও শিক্ষকদের মনে দাগ কাটে। ছাত্রদের চুলের আপত্তিকর স্টাইল নিয়ে শিক্ষকরা বিব্রতবোধ করেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়ে ছাত্রদের শাসন করতে বাধ্য হয়েছে।এসব পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে ইউপি’র চেয়ারম্যান সেলুনগুলিতে যারা কাজ করেন তাদেরকে অনুরোধের সাথে বলেছেন, ছাত্রসহ ভবিষ্যত প্রজন্ম যারা আমাদের ছেলে সন্তান এদেরকে চুল কাটার সময় যেন দায়িত্বশীলতার পরিচয় দেন নাপিতরা। সে দিন হাজী বাজারে গিয়ে চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী নিউ স্টার সেলুন থেকে বিশ্রি ও কুৎসিত স্টাইলগুলি ক্যাটালগ থেকে তুলে ফেলতে বলেন।
প্রকাশিত সংবাদটি মোটেই সত্য নয় উল্লেখ করে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চেয়ারম্যান ও নর সুন্দর তপন শীল। জনগনসহ সংশ্লিষ্ট সকলকে উক্ত সংবাদ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধও করেন তিনি।