
গোপালগঞ্জ সংবাদদাতা:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচা ও গোপালগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ রকিব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদ।
গতকাল গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতি আরিফ মো. আলী আহসান এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তাকে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারি বই ‘ধর্ম ব্যবসার ফাঁদে’ নামক গুরুত্বপূর্ণ বইটি উপহার দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের জেলা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদর থানা সভাপতি মো. রানা মিয়া ও আজিজুর রহমান।
এ সময় মেয়রের সাথে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মব্যবসার বিরুদ্ধে জাতিকে সচেতন করার লক্ষ্যে করণীয় সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।