Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নবনিযুক্ত বিএমপি কমিশনারের বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবনিযুক্ত বিএমপি কমিশনারের বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ

July 17, 2022 01:38:38 AM  
নবনিযুক্ত বিএমপি কমিশনারের বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ

সদর সংবাদদাতা, বরিশাল:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, বরিশাল মেট্রো পলিটন বিএমপির নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার।

শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের হত্যাকান্ডে জাতির পিতার পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোক্তার হোসেন, উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার খাঁন মোহাম্মদ আবু নাসেরসহ বিএমপি’র বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।