
১৪ এপ্রিল সোমবার, পহেলা বৈশাখ—নতুন বছরকে স্বাগত জানাতে পান্তা-ইলিশের বিশেষ আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিট।
এই আয়োজনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিটের বর্তমান সভাপতি উম্মে মাবুদা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ তাসনিমুল হাসান নিশাদ। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম ও মেহেদী হাসান। পাশাপাশি, সাবেক সভাপতি (২০১৪) মামুন ভূঁইয়া, সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহিদ ইসলামসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপদেষ্টারা এই আয়োজনের জন্য বর্তমান কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাঁধন ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ তাসনিমুল হাসান নিশাদ বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট নববর্ষ উপলক্ষে পান্তা-ইলিশের আয়োজন করে আসছিল। কিন্তু ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে এই ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের পর ছয় বছর এই আয়োজন বন্ধ ছিল। আমরা বর্তমান দায়িত্বশীলরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিই। এ ব্যাপারে আমাদের এলামনাই ও উপদেষ্টাবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ফলে আমরা নতুন করে এ আয়োজন বাস্তবায়ন করি।”
তিনি আরও জানান, সবার সহযোগিতায় ১৫০ জনেরও বেশি কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তারা একটি সফল আয়োজন সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও বাঁধন, জবি ইউনিট তার স্বকীয়তা ধরে রাখবে এবং সংগঠনের মূল উদ্দেশ্য রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা- সার্থকভাবে বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।