Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / নববর্ষে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা প্রধানমন্ত্রীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নববর্ষে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা প্রধানমন্ত্রীর

April 14, 2023 02:31:41 AM   দেশেরপত্র ডেস্ক
নববর্ষে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা প্রধানমন্ত্রীর

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা করেছেন।

বাংলা নববর্ষ ১৪৩০ (পহেলা বৈশাখ, শুক্রবার) উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে দেশের সব গণমাধ্যমে প্রচারিতব্য এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এ প্রার্থনা করেন।

সংক্ষিপ্ত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখি ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

শেখ হাসিনা বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরও একটি বছর পার করেছে।

পরিশেষে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুভ নববর্ষ।