Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে ১০০ আমগাছ কেটে সাবাড় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে ১০০ আমগাছ কেটে সাবাড়

August 11, 2022 05:10:33 AM  
নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে ১০০ আমগাছ কেটে সাবাড়

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের ১নং জয়পুর ইউনিয়নের আলদাতপুর পূব পাড়ায় একটি আম বাগানে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বাগানের ১০০টি গাছ কেটে ফেলেছে। ঘটনাটি গত সোমবার দিবাগত রাতে। ক্ষতিগ্রস্থ বাগানের মালিক ১ নং জয়পুর ইউনিয়নের আলদাতপুর পূব পাড়ার বাসিন্দা দিপক চন্দ্র সরকার।

স্থানীয় সূত্র জানায়, বাগান মালিক দিপক চন্দ্র সরকারের বসত বাড়ি থেকে প্রায় কয়েকগজ দুরে প্রায় ১ বিগা জমির উপর বাগান তৈরী করেন। প্রায় গত ১ বছর ধরে সেখানে আমের চারা রোপন করেন তিনি। গত সোমবার দিবাগত রাতে দূর্বৃত্তরা বাগানের প্রায় ১০০টি গাছ কেটে ফেলে। বাগান মালিক দিপক চন্দ্র সোমবার সকালে তা জানতে পারেন।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক দিপক চন্দ্র সরকার জানান, বাগানের ১ বিগা জমি নিয়ে কয়েক বছর ধরে পাশ্ববর্তী এলকার রসুলপুর গ্রামের ফয়জার রহমানের সাথে আমার বিরোধ ও মামলা হয়। এবং সম্প্রতি তারা এই বিষয়ে ক্ষিপ্ত হয়ে গাছ কর্তনের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল রহমান  বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।