Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নবীজীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ-সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবীজীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

June 18, 2022 03:55:25 AM  
নবীজীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
আমরা সবাই রাসুল সেনা, ভয় করিনা বুলেট বোমা। আল্লাহু আকবর জয় ধ্বনিতে মূখরিত রাজপথ। আষাঢ়ের বাদল ধারায় বৃষ্টিকে উপেক্ষা করে  রাস্তায় নেমেছে উৎসুক মুসলিম জনতা।

মানিকগঞ্জে ঘিওর উপজেলার বানিয়াজুরী প্রাইমারী স্কুল মাঠে বিক্ষোপ প্রতিবাদ সমাবেশ করেন মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা। সমাবেশ শেষে স্কুল মাঠ ত‍্যাগ করে বিক্ষোপ মিশিল করে ঢাকা-আরিচা মহাসড়ক বানিয়াজুরী বাসস্ট‍্যান্ডে অবস্থান করেন।

ভারত বিজেপি সরকারের  মূখ‍্যপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবিন কুমার জিন্দাল বিশ্ব নবী ও মা আয়শা সিদ্দিকাকে নিয়ে বাজে মন্তব‍্য ও কুটুক্তি করায়  এই নাস্তিক নূপুর শর্মা ও নবিনের ফাসীর দাবীতে বিক্ষোপ করেন। ভারত সরকার মুদি নাস্তিকদের বিচারের আওতায় না আনায় মুদিসহ শাস্তির দাবী করছেন সমগ্র মুসলিম বিশ্ববাসী। ঢাকাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে মুসলিম জনতা।

বক্তরা বলেন, এই কুলাঙ্গা নূপুর শর্মা ও নবিনের বিচার না করার জন‍্য মুদি সরকারের বিরুদ্ধে বিচার দাবী করেন। এদের শাস্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। প্রয়োজনে আন্দোলন আরো বড় আকার ধারন করবে। এদের তারাতারি শাস্তি না হলে আন্দোলন, বিক্ষোপ ও প্রতিবাদের আরো ভয়াবহ রুপ নেবে। ইসলাম শান্তির ধর্ম। আমরা কোনো অশান্তি চাইনা। অনতি বিলম্বে এই নাস্তিকদের বিচারের আওতায় এনে বিশ্ব মুসলিম জাতীকে দেখিয়ে দিক ইসলাম নিয়ে কুটুক্তি করে কেউ পার পাবেনা। আমরা শান্তি চাই।