Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা

March 13, 2025 11:21:44 PM   উপজেলা প্রতিনিধি
নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা

নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা ১২ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

সভায় ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো প্রদান, শ্রমজীবী নারী কর্মীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, কলকারখানার কর্মীদের ঈদের ছুটিতে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতকরণ, বন্ধের দিনগুলোতে শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচিত হয়।

সভায় সভাপতি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নরসিংদীর শ্রমিক ও মালিকপক্ষ অতীতের মতো ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে নরসিংদী ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।