Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদী পুলিশ লাইনসের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদী পুলিশ লাইনসের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

September 06, 2023 07:14:19 PM   উপজেলা প্রতিনিধি
নরসিংদী পুলিশ লাইনসের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা:
নরসিংদী পুলিশ লাইনস মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পুলিশ লাইনসে মাসিক কল্যাণক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম।

সভায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন। বক্তব্যে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নরসিংদী পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। আইন শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবেন। সে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান।

সভায় আগস্ট মাসে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ইন্সপেক্টর, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এসআই (ডিবি), শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক, চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ টিএসআই (ট্রাফিক), ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। পুলিশ সুপার, মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কেএম শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন, সরকারী পুলিশ সুপার, পুলিশ লাইন্স তোয়হা ইয়াসীন হোসেন, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ এস.এম. আসিফ আল হাসান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নরসিংদী মোহাম্মদ আরিফ আফসার-সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস, এ, এম, ফজল-ই-খুদা।