Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

February 11, 2025 07:56:51 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (তাঁত বোর্ড) শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে করে সকাল থেকে বন্ধ হয়ে যায় ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ মহাসড়ক।

মঙ্গলবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিক্ষুব্ধ ছাত্ররা এসে জড়ো হতে থাকে। পরে তারা মিছিল নিয়ে সকাল সাড়ে ১১টায় সাহেপ্রতাপ মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরের অধীনে নেওয়ার জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।

এর আগে তারা নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের টাঙ্গাইলের স্থানান্তরের পরিকল্পনা করেছে, যা শিক্ষার্থীদের জন্য অপমানজনক। এটি শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।

রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টায় বিক্ষোভ চলছিল। ঘটনাস্থলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিম উল্লাহ, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।