Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / নরসিংদীতে দুর্নীতির অভিযোগে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে দুর্নীতির অভিযোগে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

April 06, 2025 10:18:39 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে দুর্নীতির অভিযোগে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

নরসিংদীর প্রতিনিধি: 
নরসিংদীতে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল যথাযথভাবে আদালতে উপস্থাপন না করে তা গোপন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা এবং সদর কোর্টে কর্মরত ৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
তদন্ত রিপোর্টে জানা যায়, বিভিন্ন তারিখে উদ্ধারকৃত ৯৬ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলের প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক এসি ডিবি এসএম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক জাকির হোসেন, এসআই আ. গাফফার, এসআই শামিনুর রহমান, কনস্টেবল রোমান মিয়া এবং নারী কনস্টেবল কামরুন নাহার।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা আলামত জমা না দিয়ে তা গোপনে রাখেন, ভুয়া কাগজপত্র তৈরি করেন এবং কর্মকর্তাদের নাম ব্যবহার করে সহকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য করেন। মালখানার ইনচার্জ এসআই শামিনুর রহমান ও কনস্টেবল কামরুন নাহার একাধিকবার নিয়মভঙ্গ করেছেন বলে তদন্তে উঠে এসেছে।
এছাড়াও এসআই গাফফার আদালতের নির্দেশ অমান্য করে আলামত ধ্বংসের আবেদন প্রক্রিয়ায় অনিয়ম করেন মর্মে অভিযোগ। কনস্টেবল রোমান মিয়ার বিরুদ্ধেও আলামত জালিয়াতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। 
এ প্রতিবেদন এবং মাদক বিক্রি অপরাধ তদন্ত কমিটির কাছে প্রমাণিত হওয়ার পর সাবেক ডিবির ওসি কামরুজ্জামান গং নরসিংদীর পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে বলে অভিযোগ পুলিশ সুপারের। 
পুলিশ সুপার বলেন, ‘সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। আমার পার্সোনাল ও পারিবারিক লাইফ দুর্নীতিবাজ কামরুজ্জামান মিডিয়ার সামনে প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। যেই তিনটি টাকা প্রেরণের কথা প্রকাশ করা হয়েছে সেগুলো আমি বিভিন্ন অনুদান দিয়েছি। আমার টাকা সে প্রেরণ করেছে। আমি অফিসিয়াল কাজে বিজি ছিলাম তাই এগুলো অনুদান হিসেবে আমার টাকা সে পাঠিয়েছে এবং ৫০ লাখ টাকার যে ঘটনা এটা সম্পূর্ণ পারিবারিক। এটা কোন ঘুষ লেনদেনের টাকা না। আমার আত্মীয়-স্বজনের ব্যবসার টাকা সম্পূর্ণ কাগজপত্র আমার কাছে আছে, প্রকাশিত সংবাদগুলো মিথ্যা ও বানোয়াট আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’