
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে বিএনপির জনসভায় বক্তারা নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বিএনপির এ জনসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।” তিনি আরও দাবি করেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অবিচার ও অত্যাচার চালানো হচ্ছে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে।
তিনি নরসিংদীবাসীর আন্দোলনের ভূমিকাকে অবিস্মরণীয় আখ্যা দিয়ে বলেন, “নরসিংদী এক সময় আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই দিন তারা জেলখানা ভেঙে দিয়েছিল।”
এসময় খায়রুল কবির খোকন সভাপতিত্বে এবং আলহাজ্ব মনজুর এলাহীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও বাংলাদেশের ইসলামী মূল্যবোধ নিয়ে আগামী রাজনীতি গড়ে তোলার কথা তুলে ধরেন। তারা সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা করেন এবং বলেন, এটি শহীদ জিয়ার আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে হতে হবে।
সমাবেশে নরসিংদী জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।