
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি সক্রিয় বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের আবু সাত্তারের ছেলে মো. আকাশ (২৮) ও নরসিংদী শহরের বানিয়াঞ্চল এলাকার ফজলু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে সিএনজিযোগে দুই সন্ত্রাসী অস্ত্র বহন করছে—এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ম্যাগজিনসহ দুটি সক্রিয় বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দুইজন চিহ্নিত সন্ত্রাসী সিএনজিযোগে অস্ত্রসহ নরসিংদী-রায়পুরা সড়ক ব্যবহার করে রায়পুরা আসছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা আশারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।’
তিনি আরও বলেন, ‘আটককৃতরা চিহ্নিত সন্ত্রাসী। তারা কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। এছাড়াও, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, খুন, মাদকসহ একাধিক মামলা রয়েছে।’