Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক বিতরণ

March 22, 2025 01:41:10 PM   উপজেলা প্রতিনিধি
নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক বিতরণ

নরসিংদী সংবাদদাতা:
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে এই চেক তুলে দেন। তিনি বলেন, “যাতে কেউ কোনো হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।