Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

নরসিংদীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

March 08, 2025 08:12:51 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় নরসিংদী শহরের বানিয়াছল খালপাড়ে চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিআইপি রাশেদুল হাসান রিন্টু।

সভায় চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কাইয়ূম মোল্লা, ভাইস-প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমূল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ মোল্লা, নাছির আহমেদ রিগানসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান বলেন, “শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দ্রুত দৃশ্যমান হবে। এছাড়া, বোতলজাত তেলের নির্ধারিত মূল্যের বেশি দাম নিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে বিশেষ পাহারার ব্যবস্থা করা হবে। নরসিংদী বড়বাজারের যানজট কমাতে নদীর ওপর নির্মিত বাঁধের রাস্তা ওয়ানওয়ে করার সম্ভাবনাও পর্যালোচনা করা হবে।”

সভায় জেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।