
নরসিংদী জেলার চিনিশপুর ইউনিয়নে হেযবুত তাওহীদ এর উদ্যোগে এক সফল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হেযবুত তাওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয় সম্পাদক ডাঃ মাওলানা গাজী শাহীদুল হাসান আইয়ুবী। তিনি তার বক্তৃতায় মহা সত্য তুলে ধরে সবাইকে আল্লাহর হুকুম মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন নরসিংদী সদরের সভাপতি মোঃ আবুল হোসেন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক, রফিকুল ইসলাম (রফিক), মোঃ তালাত মাহামুদ, মোঃ রুহুল আমিন (শিশু), এবং সাংবাদিক মোঃ ফখরুল ইসলাম (দৈনিক বিশ্ব মানচিত্র), মোঃ ফারুক ভূঁইয়া, মোঃ আজগর আলী, মোঃ কিরন মিয়া, এবং অন্যান্য মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।