Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীর পুটিয়াতে মঞ্জুর এলাহীর নেতৃত্বে গণসংযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীর পুটিয়াতে মঞ্জুর এলাহীর নেতৃত্বে গণসংযোগ

August 31, 2023 07:36:31 PM   উপজেলা প্রতিনিধি
নরসিংদীর পুটিয়াতে মঞ্জুর এলাহীর নেতৃত্বে গণসংযোগ

আলম মৃধা, শিবপুর উপজেলা প্রতিনিধি:
নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ত্রিমুহনী মোড়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহীর নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোটি পুটিয়া ত্রিমোহনী মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহনী মোড়ে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মঞ্জুর এলাহী।  পরে তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন- শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক, মাহফুজুল হক টিটুসহ পুঠিয়া ও আইয়ুবপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মন্জুর এলাহী বলেন, ১৭ বছর যাবত বাংলাদেশের গণতন্ত্রকে পায়ের নিচে ঠেলে দিয়েছে। বাংলাদেশের মানুষের স্বাধীনতা নাই, ভোটের অধিকার নাই, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র এবং স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আজকের এই গণসংযোগ।