Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২

June 27, 2024 08:15:52 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৯ বোতসহ মো. মোতালেব (৪৫) ও মোহাম্মদ আলী (৩৫) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার গভীররাতে উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মোতালেব ওই এলাকার আ: করিমের পুত্র ও মোহাম্মদ আলী একই এলাকার বছু মিয়ার পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭৯ বোতল ভারতীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।