
শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ১৮টি মিনি ড্রেজার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় এবং বালু উত্তোলনের ১০টি স্থাপনা ধ্বংস করে একটি স্কেভেটর জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
সূত্র থেকে জানা যায়, চেল্লাখালী নদীর বুরুঙ্গা ও বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় কিছুদিন ধরে নদী তীরবর্তী আবাদি জমি ও বসতভিটার জমি কিনে গভীর গর্ত খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল বালু ব্যবসায়ীরা। নদীর তীর ভেঙে ও বনবিভাগের জায়গায় অবাধে বালু উত্তোলন চলছিল, যা নাব্যতা নষ্ট করার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে। এর ফলে আশপাশের বসতবাড়িগুলো ভাঙনের হুমকিতে পড়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে আনিসুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর আশপাশে মারাত্মক ক্ষতি করা হয়েছে। অভিযানের পরবর্তী কার্যক্রম অব্যাহত থাকবে।