Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল, জরিমানা ও ধ্বংস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল, জরিমানা ও ধ্বংস

December 27, 2024 10:50:43 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল, জরিমানা ও ধ্বংস

শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল, এক লাখ টাকা জরিমানা এবং ২১টি শ্যালুচালিত ড্রেজার, ৩২টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সূত্রে জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোগাই নদীর নয়াবিল বানিয়াপাড়া, নয়াবিল ইউনিয়ন পরিষদ এলাকা, নয়াবিল ডাক্তার গোপ, হাতিপাগার ভাঙ্গা, হাতিপাগার স্কুল এলাকা, ফুলপুর বান্দের বাজার, তন্তর ঘাট ও কালাকুমা বাজারে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

অভিযানের সময় হাতেনাতে আটক করা হয় ঘাকপাড়া গ্রামের আরশাদ আলীকে, যাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে নয়াবিল এলাকার স্কেভেটর মালিক জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২১টি শ্যালুচালিত মিনি ড্রেজার, ৩২টি স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান নিশ্চিত করেছেন যে, অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে এই অভিযান কঠোর বার্তা বহন করে। সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়া হয়েছে যে, এ ধরনের কার্যক্রম চলতে থাকলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।