
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের সময় তার হস্তক্ষেপে বালু মহলের ইজারাদারের সংবাদ সম্মেলন পণ্ড হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের উত্তর গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
জিলানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানী ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে সংবাদ সম্মেলনের মাঝপথে সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও মাসুদ রানা পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন।
সংবাদ সম্মেলনে আব্দুল কাদির জিলানী অভিযোগ করেন, ইউএনও মাসুদ রানা নিয়ম বহির্ভূতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তার বৈধ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। তিনি দাবি করেন, ইউএনওর নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ দেওয়া হয়, যা সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া, আটককৃত বালু মাত্র ৯৪ লাখ টাকায় বিক্রি করে ৬ কোটি টাকার ক্ষতি করা হয় বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের সময় ইউএনও মাসুদ রানা পুলিশসহ উপস্থিত হয়ে আব্দুল কাদির জিলানী ও তার সহযোগী হারুন অর রশীদকে আটক করার চেষ্টা করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি তাৎক্ষণিকভাবে তাদের আটক না করেই স্থান ত্যাগ করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।