Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / না‌লিতাবাড়ীতে কৃষক-কৃষা‌ণির প্রশিক্ষণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

না‌লিতাবাড়ীতে কৃষক-কৃষা‌ণির প্রশিক্ষণ

September 10, 2024 05:06:35 PM   উপজেলা প্রতিনিধি
না‌লিতাবাড়ীতে কৃষক-কৃষা‌ণির প্রশিক্ষণ

নালিতাবাড়ী প্রতিনিধি, শেরপুর:
শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলায় উদ্ভা‌বিত গ্রীষ্মকা‌লিন বা‌রি শীম-৭  চা‌ষে আগ্রহী কৃষক-কৃষাণীর মা‌ঝে প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গতকাল সোমবার  সকা‌ল দশ টায় বাংলা‌দেশ কৃ‌ষি গ‌বেষণা ইনস্টিটিউটের আয়োজ‌নে উপ‌জেলার বেল‌তৈল গ্রা‌মে এই প্রশিক্ষণ অনু‌ষ্ঠিত হয়। এসময় গ্রীষ্মকা‌লিন বা‌রি শীম-৭ নি‌য়ে মাঠ দিবস পা‌লিত হয়। মাঠ দিব‌সে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন এজে‌ন্সি প্রোগ্রাম প‌রিচালক ড. জগদীশ চন্দ্র বর্মণ। এতে সভাপ‌তিত্ব ক‌রেন মুখ‌্য বৈজ্ঞা‌নিক কর্মকর্তা ড. মো.মাজহারুল আনোয়ার। এসময় গ্রীষ্মকা‌লিন শীম চা‌ষে আগ্রহী বেল‌তৈল গ্রা‌মের  ৮০ জন কৃষক-কৃষাণী উপ‌স্থিত ছি‌লেন।