Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে যুবদলকর্মীর বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে যুবদলকর্মীর বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ

October 17, 2024 07:21:51 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে যুবদলকর্মীর বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা যুবদলকর্মী মারফত আলী শেখের বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি পোড়াগাঁও ইউনিয়নের নামা বাতকুচি গ্রামের বাসিন্দা।

সম্প্রতি নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করতে আসে। এ সময় যুবদলকর্মী মারফত আলী শেখ তাদের সঙ্গে ছিলেন।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্থ চারজনকে নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়। কিন্তু বিতরণের পর মারফত আলী ওই অর্থের অর্ধেক, অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা করে দাবি করেন। অর্থপ্রাপ্ত দুজন ৩ হাজার টাকা দিলেও বাকি দুইজন অস্বীকার করেন, যা নিয়ে মারফতের সঙ্গে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

আজ (১৭ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীরা মারফতের বিচার দাবি করে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীকে বিষয়টি জানান।

ভুক্তভোগী আজিজুল হক বলেন, "আমরা ক্ষতিগ্রস্থ দরিদ্র অসহায় মানুষ। আমাদের ত্রাণের টাকা মারফত নিবে কেন? আমাদেরকে তারা অনুদান হিসেবে দিয়েছে। আমরা তার বিচার দাবি করছি।"

পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী বলেন, "ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানিয়েছেন। এই বিষয়টি তদন্ত করা হবে।"

এদিকে, মারফত আলী শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, "ত্রাণের অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।"

নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, “মারফত আলীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, 'শুধু মারফত আলী নয়, যার বিরুদ্ধেই এমন অভিযোগ পাওয়া যাবে, তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”