Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু!

March 17, 2025 03:29:49 PM   অনলাইন ডেস্ক
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু!

নীলফামারী সৈয়দপুর মহাসড়কে মাইক্রোবাসের সাথে মটরসাইকেল ধাক্কা ও পণ্যবাহী কন্টেইনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাঈম ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক ভাবে  মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা  আনুমানিক ৭ টার দিকে সদরের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন হরিবল্লভ প্রাইমারি স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ইসলাম নীলফামারী সদর উপজেলার সোনারায় ধনিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় বাসায় ফেরার পথে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে পরে পণ্যবাহী কন্টেইনার গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাঈম ইসলাম। দুর্ঘটনার তীব্রতায় তার দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ লাশ উদ্ধার করে।

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ বলেন, ‘মরদেহ থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।