
নালিতাবাড়ী সংবাদদাতা:
শেরপুরের লালিতাবাড়ীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি জবর দখল ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার উপজেলার কলসপার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের বিরুদ্ধে নাকসি গ্রামের ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে সুজন মিয়া এ সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি বালুঘাটা বাজারের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর আব্দুল মজিদ চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় সোহেল, রাসেল ও সোহেলের ছেলে নাঈম গুরুতর আহত হয়। পরে আহতদের শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে তাদের হুমকিতে সেখানে চিকিৎসা না করিয়ে গোপনে জামালপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়।
এ বিষয়ে শেরপুর বিজ্ঞ জুডিশিয়াল আমলি আদালতে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ জড়িতদের আসামি করে একটি মামলা হয়েছে।
শেরপুর সিআর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন মামলাটি থানায় এফআইআরের আদেশ দেন। এছাড়াএ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের নির্বাচন না করায় আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেমের পক্ষে ভোট দেয়ায় নির্বাচনের পর থেকে বিষোদগার করে আসছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এসময় ভুক্তভোগী পরিবারসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে কলসপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, অভিযোগগুলা মিথ্যা, বানোয়াট। মারামারির ঘটনার সাথে কোন ভাবে আমি জড়িত নই।