Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নিহত সাংবাদিক খোরশেদ সিকদারের পরিবারের পাশে গণমাধ্যমকর্মীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিহত সাংবাদিক খোরশেদ সিকদারের পরিবারের পাশে গণমাধ্যমকর্মীরা

September 29, 2022 08:13:59 AM   নিজস্ব প্রতিনিধি
নিহত সাংবাদিক খোরশেদ সিকদারের পরিবারের পাশে গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় নিহত সিনিয়র সাংবাদিক খোরশেদ সিকদারের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দৈনিক দেশেরপত্র পত্রিকার সাবেক ব্যুরো প্রধান মো. নিজাম উদ্দিন। গত সোমবার সকালে খোরশেদ সিকদারের নিজ বাড়ি সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আনন্দিপুর গ্রামে গিয়ে খোরশেদ সিকদারের পরিবারের সদস্যদের সাথে দেখা করে শোক ও সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মাহবুবুল হাসান, সাংবাদিক সেলিম হোসেন, দৈনিক দেশেরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান মানিকসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা । 
এসময় দৈনিক দেশেরপত্র পত্রিকার সাবেক ব্যুরো প্রধান মো. নিজাম উদ্দিন বলেন, খোরশেদ সিকদার একজন সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। তিনি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোসহীন ছিলেন। তিনি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাে দৈনিক দেশেরপত্র পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এসময় তিনি খোরশেদ সিকদার নিহতের ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তিনি আর্থিক সহায়তা প্রদান করেন এবং যেকোন সংকটে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন ।