Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকেনা হাওড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা-২২ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

নেত্রকেনা হাওড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা-২২ অনুষ্ঠিত

August 21, 2022 05:12:43 AM  
নেত্রকেনা হাওড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা-২২ অনুষ্ঠিত

নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকেনা হাওড় স্পোটিং ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা-২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নেত্রকোনা সদর উপজেলা মদনপুর বাজার সংলগ্ন এলাকায় এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৮ জন সদস্য সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. আব্দুল হান্নান, ২য় স্থান অধিকার করেন মোঃ মিজানুর রহমান এবং ৩য় স্থান অধিকার করেন মোঃ হাবিবুর রহমান রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো. রিয়াল তালুকদার। 
এসময় তিনি শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই উল্লেখ করে সুস্থ থাকার জন্য সকলকেই ঐক্যবদ্ধ ভাবে খেলাধুলার আয়োজন করার উদাত্ত আহবান জানান।

রিয়াল তালুকদার বলেন, সারা বাংলাদেশে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ এর আয়োজনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে সাঁতার প্রতিযোগীতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, নেত্রকোনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. আনিছুর হক, বিভাগীয় বাণিজ্য সম্পাদক মো. হাসমত আলী, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলী আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।