
নেত্রকোনার কলমাকান্দায় এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন- ওই উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আপেল মিয়া (৩০), মৃত আরশাদ মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩০) ও ফজলুল হক ওরফে ফজলের ছেলে হানিফ মিয়া (৩০)। এ মামলায় এজাহারভুক্ত আরেক আসামি একই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. চান মিয়া (৪০) পলাতক রয়েছেন। জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি ভোলা জেলার সদর উপজেলায়। ময়মনসিংহের ভালুকা মাষ্টার বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ওই তরুণী বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াতে গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে রাতের বাসে কলমাকান্দার পাবই মোড়ে নামেন। বাস থেকে নেমে আপেল মিয়া ও চান মিয়া নামে দুই যুবককে বান্ধবীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের সহায়তা চান তিনি। কিন্তু ওই তরুণীকে বান্ধবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে খাতে সালেঙ্গা গ্রামে আপেল মিয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে খুনের ভয়ভীতি দেখিয়ে আটজন মিলে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী তরুণী অজ্ঞাত চারজনসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হয়েছে। এক ঘণ্টার মধ্যে তিনজনকে সালেঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এজাহারভুক্ত আসামিসহ অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।