
সেলিম হোসেন নোয়াখালী প্রতিনিধি:
হেযবুত তওহীদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে জেলা হেযবুত তওহীদের নেতৃবৃন্দরা। আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শান্তিপূর্ণ র্যালীর মধ্য দিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। র্যালী টি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে নেতাকর্মীদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
স্মারকলিপিতে পাবনা জেলায় হেযবুত তওহীদ আন্দোলনের জেলা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত ও ১ জনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানানোসহ নোয়াখালী জেলায় হুজুগ, গুজব রটনাকারী সন্ত্রাসী হামলার উস্কানি, ইন্দোনদাতা চক্র ও ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যেন মানবতা বিধ্বংসী, নাশকতামূলক কোনপ্রকার কর্মকাণ্ড সংঘটন করতে না পারে এবং হেযবুত তওহীদের সদস্য সমর্থকদের জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রয়োজনীয় আইনগত সহায়তা চাওয়া হয়েছে বলে জানান জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. গোলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা হেযবুত তওহীদের নোয়াখালী সদর থানা সভাপতি মো: আশিক মিয়া, সোনাইমুড়ী থানা সভাপতি মাসুদুর রহমান জুয়েল, সেনবাগ থানা সভাপতি মোহাম্মদ আমির হোসেন, জেলা নারী বিষয়ক সম্পাদক যোবেদা আক্তার বেবি, জেলা অনলাইন প্রচার সম্পাদক মো: আবদুল্লাহ সহ কয়েক শতাধিক সমর্থক শুভাকাঙ্ক্ষী বৃন্দ।