
দেশেরপত্র ডেস্ক:
বর্তমানে আমাদের সমাজে যেখানে বিয়েতে লাখ টাকার নিচে কাবিন হয় না, সেখানে মাত্র পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা দেনমোহরে যৌতুকবিহীন একসঙ্গে অনুষ্ঠিত ৫ বিয়ের খবর ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গত রোববার দৈনিক দেশেরপত্রসহ একাধিক গণমাধ্যমে বেশ ফলাও করে সংবাদটি প্রকাশ করা হয়। এরপরই সংবাদটি ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের লাইভ অনুষ্ঠানটি আড়াই লক্ষেরও অধিকবার দেখা হয়েছে। সেখানে কমেন্ট সেকশনে অনেকে নবদম্পতিদের শুভেচ্ছা জানিয়েছেন। মাসুম খান নামে একজন লিখেছেন, “যৌতুকের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ দেখলাম, এমন উদ্যোগ যদি আরও বেশি বেশি নেওয়া হয়, তাহলে যৌতুক প্রথা সমাজ থেকে ইতিহাস হয়ে যাবে।” সাইফ রহমান লিখেছেন, “প্রকৃত ইসলামের দিকনির্দেশনা এমনই সহজ সরল যে, তা সকল শ্রেণী-পেশার মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয়। যার উদাহরণ আমরা দেখলাম, মাশাআল্লাহ।”
উল্লেখ্য, গত শনিবার নোয়াখালীর শহীদী জামে মসজিদের কনফারেন্স হলে ৫ জোড়া তরুণ-তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়। বর-কনের সবাই অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদের সদস্য। হেযবুত তওহীদের আদর্শকে সামনে রেখে বিয়েতে কোনো যৌতুকের লেনদেন হয়নি, বিয়ে পড়িয়ে কেউ অর্থ গ্রহণ করেনি, পছন্দের ব্যাপারে পাত্র-পাত্রীর পারস্পারিক স্বাচ্ছন্দ্য ও মতামতের ভিত্তিতে প্রস্তাব দেওয়া এবং মোহরানা নগদ পরিশোধ করে বিয়ে সংঘটিত হয়েছে। ওইদিন বিয়ের পিঁড়িতে বসেন- বেলাল আহম্মেদ-মিম আক্তার (দেনমোহর- ১০,০০০ টাকা), তুহিন মাহমুদ-শামীমা আক্তার (দেনমোহর- ২০,০০০ টাকা), আলী হোসেন-মারজিয়া আকন (দেনমোহর- ৫,০০০ টাকা), রিয়াজ উদ্দিন-সাদিয়া আক্তার (দেনমোহর- ৫,০০০ টাকা), সালাউদ্দিন শেখ-মৌসুমী আক্তার (দেনমোহর- ২৫,০০০ টাকা)।